About Us

দর্শন বিষয়ের VerdaHydrogen.com ওয়েবসাইটে আপনাকে স্বাগত। দর্শনের খুঁটিনাটি বিষয় জেনে তাকে আপন করে নিতে চাওয়া আগ্রহী পাঠকদের জন্যই এই ওয়েবসাইট।

দর্শন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তা তত্ত্ব ও তথ্যে পরিপূর্ণ। তত্ত্ব ও তথ্যগুলির অর্থ বিশ্লেষণ করা ও তাকে বোঝা সব মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা অনেকেই দর্শন নিয়ে পড়তে চাই এবং ডিগ্রি ধারণ করতে চাই, আবার অনেকেই ডিগ্রি ধারণ করতে না চাইলেও বিষয়টি সম্বন্ধে জানতে ইচ্ছুক থাকে। জ্ঞানের আগ্রহকে পূর্ণ করা এবং দর্শনের গূঢ় তত্ত্বগুলিকে সহজ সরল ভাষায় আপনাদের কাছে উপস্থাপিত করার প্রচেষ্টায় আমরা নিয়োজিত।

ওয়েবসাইট তৈরীর উদ্দেশ্য

এখনকার প্রজন্ম বড্ড বেশি মুঠোফোনে আসক্ত। পাঠকরা বই খোঁজার থেকে অনেক বেশি ইন্টারনেট সার্চ করাকে পছন্দ করে। সত্যি কথা বলতে বিভিন্ন জায়গা ঘুরে বই সংগ্রহ করা যথেষ্ট কঠিন, কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষও বটে।  তাছাড়া ইন্টারনেট সার্চের দ্বারা সঠিক জিনিস অনুসন্ধান করতে পারাও সকলের পক্ষে সম্ভব হয় না। তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হল এই ওয়েবসাইটের মাধ্যমে দর্শনের বিষয়বস্তুগুলিকে এক জায়গায় প্রকাশ করা।

লক্ষ্য ও পরবর্তী পরিকল্পনা

কর্মসূত্রে শিক্ষকতা করার কারণে ছাত্র-ছাত্রীদের তরফে একটি দাবি বারবার উঠে আসে। দাবিটি হল তাদের বোঝার অসুবিধা। তাই এই ওয়েবসাইটের লক্ষ্য হলো জানা ও বোঝার মধ্যে কোন অসুবিধা যেন বাঁধা হয়ে না দাঁড়ায়। সকলের দর্শনের ভীতি যেন ভালোলাগায় পরিণত হয়। দর্শন যেন সহজভাবে সকলের মনে নতুন কিছু জানার আনন্দ বজায় রাখতে পারে। ধীরে ধীরে দর্শন বিষয়টি হারিয়ে যেতে বসেছে। কিন্তু দর্শন যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা সহজ সরল ভাবে জানানোই আমাদের লক্ষ্য।

সদস্য

আমি পায়েল ঘোষ। আমি পশ্চিমবঙ্গের অধিবাসী। মনীন্দ্রনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আমার মাধ্যমিক ও মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ন হওয়া। তারপর কৃষ্ণনাথ কলেজ থেকে দর্শন বিভাগে স্নাতক ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এম.ফিল ডিগ্রি লাভ করি। বর্তমানে একটি কলেজে অধ্যাপিকা হিসাবে নিয়োজিত আছি। গবেষণার প্রতি আগ্রহ থাকার কারণে পি.এইচ.ডি -এর নিজেকে তৈরী করছি। বেশকিছু সেমিনারে আমি আমার প্রাসঙ্গিক পত্র পাঠ করেছি, যা প্রসংশা পেয়েছে। ছোট থেকেই শিক্ষকতার প্রতি ঝোঁক ছিল। তাই এই দিকেই অগ্রসর হয়েছি। 

বাড়িতে সাংস্কৃতিক আবহওয়া থাকার কারণে ছোটবেলা থেকেই নাচ শিখেছি। নাচ নিয়েও বেশকিছুকাল ছোট শিশুদের শিক্ষা দান করেছি। বর্তমানে চর্চা কমে গেলেও একবারে বন্ধ হয়ে যাইনি।

দর্শন এমন একটা বিষয় যা মানুষকে গভীরে ভাবতে শেখায়। আমার বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে, নতুন কিছু জানতে, নতুন কিছু পড়তে খুব ভাল লাগে।এই ভাল লাগা থেকেই লেখার প্রতিও খুব স্বাভাবিক আগ্রহ আসে। তাই লেখা শুরু করি। চিন্তা-ভাবনার বিভিন্ন স্তরে মানুষ উন্নিত হয়ে ঠিক কতদূর যেতে পারে, বিশেষ করে সাধারন মানুষের যে খুব সাধারন চাহিদা সেখান থেকে সে কতদুর তার চিন্তার স্তরকে নিয়ে যেতে পারে সেই সাধারন চিন্তা ভাবনা থেকেই আমি আমার প্রশ্ন বা লেখা লিখে থাকি। সেখান থেকেই ওয়েবসাইটের যাত্রা শুরু।

বর্তমানে আমি VerdaHydrogen.com-র Founder, CFO এবং SEO, Content Writing ও অন্যান্য কাজগুলো দেখে থাকি।

যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন